শিবগঞ্জে ৩ দিন ব্যাপী গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

214

রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ হাফিজার রহমান মিলনায়তনে মঙ্গলবার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলমগীর কবীর। গ্রাম পুলিশের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে এবং বাল্য বিবাহ, মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি সহ বিভিন্ন অপরাধে গ্রাম পুলিশের সহযোগিতা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ও আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা শীর্ষক কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন শিবগঞ্জ থানা উপসহকারী পুলিশ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলুল হক। প্রশিক্ষণে উপজেলা ১২টি ইউনিয়নে গ্রাম পুলিশ, মহিলা গ্রাম সদস্যগণ উপস্থিত ছিলেন।