এ এইচ খোকন সিরাজগঞ্জ প্রতিনিধিঃ বর্ষার পানি নেমে গেলেও নদীতে এখন কম পানি। আর এই পানিতে পাওয়া যাচ্ছে দেশি প্রজাতির নানা মাছ। এরমধ্যে বোয়াল, গজার, শোল, রুই, কাতলা, চিতল অন্যতম৷
বর্ষায় এ এলাকার বিল ও নদীতে থইথই পানি থাকে। তখন বিচ্ছিন্নভাবে মাছ শিকার করা হয়। বর্ষার পর পানি নেমে গেলেও নদীতে পানি থাকে ও সেখানে প্রচুর মাছ জমে। ফলে নদীপাড়ের বাসিন্দারা একত্রিত হয়ে মাছ শিকারে নামেন। বড় বড় রুই, কাতলা, বোয়াল, চিতল, শোল ও গজার মাছ সহ নানা প্রজাতির মাছ৷
সরেজমিন গুমানী নদীতে গিয়ে দেখা যায়,মাছ শিকারীরা হাত পলো, পাউ পলো, নেট পলো ছাড়াও ডোরা জাল, খেয়া জাল নিয়ে নদীতে নেমে পড়েছেন।
চরকুশাবাড়ী থেকে মাছ শিকার করতে আসা মফিদুল ইসলাম জানান, প্রতিবছর আমরা এই নদীতে মাছ শিকার করতে আসি। আমি একটা তিনটা বোয়াল মাছ পেয়েছি। মাছ ধরাটা আমার শখ, মাছ পাই আর না পাই আনন্দটাই বড়।