আদমদীঘিতে ছাগল চুরি করে পালানোর সময় আটক ২

213

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে ছাগল চুরি করে মোটরসাইকেলযোগে পালানোর সময় দুই ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মঙ্গলবার বিকালে উপজেলার বিহিগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আদমদিঘী থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়েছে।

যাদের আটক করা হয়েছে তারা হলো- উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে মাহবুব হোসেন (২৬) ও মটপুকুরিয়া গ্রামের মোতালেবের ছেলে জাহেদুল ইসলাম (৩৬)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে মাহবুব ও জাহেদুল একটি পালসার মটরসাইকেলে করে আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের বিহিগ্রাম-বনতইর সড়কের হলুদাপুর মাঠ থেকে একটি ছাগল চুরি পালানোর চেষ্টা করছিল। এসময় স্থানীয়রা দেখতে পেয়ে মোবাইল ফোনে বিহিগ্রাম বাজারে সংবাদ দিলে সড়কে ব্যরিকেড দিয়ে চোরাই ছাগলসহ তাদের আটক করা হয়। পরে স্থানীয় এলাকাবাসী পুলিশের কাছে মটরসাইকেলসহ ওই দুই ব্যক্তিকে সোর্পদ করে।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন করে জানান, গ্রেপ্তারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।