বগুড়ায় করোনায় একদিনে ৫০জন শনাক্ত,সুস্থ ৩০

207

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৮টি নমুনার ফলাফলে নতুন করে ৫০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৫দশমিক ২৫শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩০জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৫০জনের মধ্যে সদরের ৪৩, শেরপুর ৬ এবং আদমদিঘীর একজন।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ৮ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯০টি নমুনায় ৪৮জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৮টি নমুনায় ২জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ১৩৭জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ২৫২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৩জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৭২জন।