শাহজালালে ২৫০ কেজি বোমা উদ্ধার

244

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে নির্মাণাধীন কাজের জন্য মাটি খোঁড়ার সময় প্রায় ২৫০ কেজি ওজনের সিলিন্ডার বোমা উদ্ধার হয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদুল আহসান জানান, সকাল সাড়ে নয়টার দিকে পাইলিং করার জন্য মাটি খুঁড়তে গিয়ে বোমাটি পাওয়া যায়। পরে বিমান বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে এটি নিষ্ক্রিয় করে।

তিনি জানান, বোমাটির ওজন প্রায় আড়াইশ কেজি। যেহেতু এটি অনেক বড় তাই এখানে ডিসপোজাল করানো নিরাপদ নয়। এই কারণে রসুলপুরে বিমানবাহিনীর ফায়ারিং রেঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে।

বোমাটি মুক্তিযুদ্ধের সময়কার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান বিমানবন্দরের পরিচালক।

উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলাদেশ জার্নালকে জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনালের মাটি খোঁড়ার সময় প্রায় ১৫ ফিট মাটির গভীর থেকে বোমাটি উদ্ধার হয়েছে।

এছাড়া টার্মিনালে কর্মরত কর্মীদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।