মহিলা ভাইস চেয়ারম্যান পদে

শেরপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, কাল ভোট

137

আবু রায়হান রানা, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ আগামীকাল ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়ার শেরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিবার্চনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে ৯৮টি ভোটকেন্দ্রের নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. লিয়াকত আলী সেখ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের মোছা. নাছরিন আকতার পুটি, স্বতন্ত্র প্রার্থী কলস প্রতীকের মোছা শিল্পী বেগম, পদ্মফুল প্রতীকের মোছা. নাজনিন আক্তার পলি ও ফুটবল প্রতীকের মোছা. ফিরোজা খাতুন। নির্বাচনে সর্বমোট ভোটার ২লাখ ৬৫ হাজার ৬৮৮ জন । সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ হবে গোপন ব্যালটের মাধ্যমে।