গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে রবিন খানকে সংবর্ধনা

281

সাব্বির হাসান,গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া পৌর আ’লীগের সভাপতি ও গাবতলী উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বাংলাদেশ উপজেলা পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন-এর কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়েছে। ১০ডিসেম্বর বৃহস্পতিবার এই সংবর্ধনা দেয়ার আয়োজন করেন বগুড়ার গাবতলী পাইলট হাইস্কুল কমিটির নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ। হাইস্কুল কমিটির সভাপতি আব্দুস সালাম ভুলনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য এমরান হোসেন রিবন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা, রেকসেনা আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম, হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, সহকারী প্রধান শিক্ষক মোরশেদ খাজা, বিদ্যুৎসাহী সদস্য সাব্বির হাসান জাফরু পাইকার, অভিভাবক সদস্য ফোরকান আলী, শিক্ষক প্রতিনিধি রিয়াদুল ইসলাম, আঃ বারী, জেসমিন আক্তার প্রমুখ।