বগুড়া ডিবির অভিযান

বগুড়ার বিভিন্ন আবাসিক হোটেল থেকে ২২ নারী পুরুষ গ্রেফতার

299

স্টাফ রিপোর্টার

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জনাব মোঃ আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, বগুড়া’র অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অদ্য ১০/১২/২০২০ ইং তারিখ রাত্রী ০০.০৫ ঘটিকা হইতে তারিখ সকাল ০৬.৩০ ঘটিকা পর্যান্ত টিম ডিবি বগুড়ার অভিযানে বগুড়া সদর থানাধীন আবাসিক হোটেল টাইম স্কয়ার, ড্রিমল্যান্ড, অবকাশ, রয়েল ইন্টারন্যাশনাল, ব্ল-বেরি, নীল সাগর, গৌধূলী আবসিক হোটেলসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে মাটিডালী বিমানমোড় এর পশ্চিমে অবস্থিত “টাইম স্কয়ার” নামক আবাসিক হোটেল হতে ১। মোঃ নাহারুন কাউছার(২৯), ২। আখিরন(২০), ৩। মোনায়েম(৩০), ৪। ফারজানা আক্তার বৃষ্টি(২২), ৫। মেহেদী হাসান হৃদয়(২৫), ৬। মোছাঃ আলো বেগম(২২), ৭। আরিফা আক্তার আসা(২৮), ৮। রুমা আক্তার(৩৬), ৯। সুইটি আক্তার(১৯), ১০। মোছাঃ বৃথি আক্তার(১৮) এবং বগুড়া সদর থানাধীন নিশিন্ধারা “রয়েল ইন্টারন্যাশনাল” আবাসিক হোটেল হতে ১। মোঃ ফারুক হোসেন(৩৫), ২। মোছাঃ আসমা আক্তার(২১), ৩। মোঃ রফিকুল ইসলাম(৩২), ৪। মিতু আক্তার তানিয়া ওরফে তানিশা(২৫), ৫। মোঃ আকিব মাহমুদ শুভ(১৯), ৬। মোছাঃ তানিয়া আক্তার(২১), ৭।মোঃ রাসেল(২৮), ৮। মোছাঃ জান্নাতী আক্তার পাখি(১৮), ৯। তিশা আক্তার রিনা(২২), ১০। মোছাঃ রুপা আক্তার(২৪) এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন নূরজাহান এবং মৌবন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে মহাস্থান বাসষ্ট্যান্ড সংলগ্ন “নূরজাহান” আবাসিক হোটেল হতে ১। মোঃ বাদশা মিয়া(৪৫), ২। ঝর্ণা রানী বর্মণ(৪৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নন এফআইআর প্রসিকিউশনের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।