বগুড়া সদরের রজাকপুর গ্ৰামের দেবত্যে’র জমিতে গুচ্ছগ্রাম না করার দাবীতে মানববন্ধন

253

 

আব্দুর রহমান স্টাফ রিপোর্টার: ১০ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১টায় বগুড়া সদরের নূনগোলা ইউনিয়নের রজাকপুর কালিতলা নামক স্থানে কালী মন্দির ও তার শ্বাশ্বত জমিতে গুচ্ছগ্রাম না করার দাবীতে প্রায় তিন শতাধিক এলাকার হিন্দু সম্প্রদায়ের এক মানববন্ধন কর্মসুচি পালিত হয়। উক্ত মানববন্ধনে অরবিন্দু চন্দ্র বেদনাথ জানান, প্রায় শতাধিক বছর ধরে তারা দেবত্যে’র ৬৪ শতাংশ জমিতে হিন্দু সম্প্রদায়ের পূজা অর্চণা করে আসছিল। উক্ত দেবত্যে’র জমির উপর মন্দিরের জায়গাকে সীমিত করে সরকারি গুচ্ছগ্রাম স্থাপন করা হচ্ছে। গুচ্ছগ্রাম স্থাপনের কারনে দুইটি গ্রামের প্রায় ৩ শতাধিক হিন্দু সম্প্রদায়ের পূজাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবে জায়গার পরিধি সীমিত হওয়ার ফলে তাদের মন্দিরে পুজা উৎযাপনে বিঘ্ন ঘটার আশঙ্খা রয়েছে। এছাড়াও শ্রী সুবল চন্দ্র দেবনাথ জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবী, গুচ্ছগ্রামটি আমাদের মন্দিরের জায়গায় স্থাপন না করে অন্যত্র স্থানে নির্মাণ করলে আমরা শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পালন করতে পারবো।