বগুড়ায় করোনায় শনাক্ত ৩৭, মৃত্যু ১

111

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১৯৫টি নমুনার ফলাফলে নতুন করে ৩৭জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৮দশমিক ৯৭শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ১৩জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আব্দুর রহমান(৫৫)। তিনি সদর উপজেলার নামুজার বাসিন্দা। বুুুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ৩৭ জনের মধ্যে সদর ৩৪ এবং বাকি ৩জন গাবতলীর।

বৃহস্পতিবার দুপুুর দেড়টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ৯ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ৩৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৭টি নমুনার সবার নেগেটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ১৭৪জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ২৬৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৪জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৯৫জন।