৫৫ সেকেন্ডের গোলে সালাহর জোড়া রেকর্ড

237

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

 

লিভারপুল নেমেছিল নিয়মরক্ষার ম্যাচ খেলতে। ‘ডি’ গ্রুপ থেকে আগেই নিশ্চিত হয়েছিল পরের রাউন্ড। বুধবার রাতে মিতউইলানের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল। পরের রাউন্ডে লিভারপুলের সঙ্গী ইতালিয়ান ক্লাব আটালান্টা।

ডেনিশ চ্যাম্পিয়নদের মাঠে ৫৫ সেকেন্ডেই মোহাম্মদ সালাহর গোলে লিড নেয় লিভারপুল। এই এক গোলে জোড়া রেকর্ড গড়েন মিশরীয় ফরোয়ার্ড। ইউরোপ সেরার মঞ্চে এটাই লিভারপুলের দ্রুততম গোল। চ্যাম্পিয়নস লীগে লিভারপুলের হয়ে সবচেয়ে বেশি (২২) গোলের মালিক এখন সালাহ। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড ছাড়িয়ে গেছেন ২১ গোল করা স্টিভেন জেরার্ডকে।

সালাহর দারুণ কীর্তিতে উচ্ছ্বসিত লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

তিনি বলেন, ‘সে দারুণ রেকর্ড গড়েছে। অসাধারণ এই মাইলফলকের জন্য সালাহ গর্ব করতে পারে। আমার চোখে সে অসাধারণ প্রতিভাধর একজন খেলোয়াড়। আমার মনে হয় না এটা নিয়ে কেউ দ্বিমত করবে।’

ইংলিশ প্রিমিয়ার লীগের দুইবারের সর্বোচ্চ গোলদাতা মোহাম্মদ সালাহ লিভারপুলে যোগ দেন ২০১৭ সালের জুনে। সালাহ অ্যানফিল্ডে আসার পর থেকে চ্যাম্পিয়নস লীগে সবচেয়ে বেশি গোল করেছেন রবার্ট লেভানদোস্কি (৩১), ক্রিস্টিয়ানো রোনালদো (২৯) ও লিওনেল মেসি (২৪)। এরপরই রয়েছেন ২২ গোল করা মোহাম্মদ সালাহ।