বগুড়া এক্সপ্রেস ডেস্ক
পাঁচ সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ১৭ জন মদ্যপের বিরুদ্ধে। অভিযোগ, স্বামীর সঙ্গে হাট থেকে ফিরছিলেন ওই মহিলা। তখনই তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ঝাড়খণ্ডের দুমকার সেই ঘটনার প্রেক্ষিতে আবার এক নতো বলেছেন বক্তব্য, ধর্ষণের মানসিকতা তৈরি করে সিনেমার আইটেম ডান্স, চটুল বিজ্ঞাপন এবং ফোনের পর্নোগ্রাফি। এ তো গেল ঝাড়খণ্ডের কথা। সপ্তাহখানেক আগেই এই শহরের নিউটাউনে ১৭ বছরের এক নাবালিকাকে ধর্ষণের শিকার হতে হয়েছে। পুরুষসঙ্গী ছিল তার সঙ্গে। তাকে মারধর করে অন্ধকারাচ্ছন্ন একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে নাবালিকার উপর অকথ্য অত্যাচার চালানো হয় বলে অভিযোগ।
সেই ঘটনা শেয়ার করেই ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ফেসবুক প্রোফাইলে এই ঘটনার খবর শেয়ার করেন। তীব্র ক্ষোভ প্রকাশ করে নিজের ওয়ালে অভিনেত্রী লেখেন, আমাদের সিটি অফ জয় আমার অত্যন্ত রাগ হচ্ছে, একজন নারী আর এক উঠতি বয়সের নাবালিকার মা হিসেবে অসহায় লাগছে। কেন কেন কেন?