শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন1 মিনিটে পড়ুন

156

আবু সাঈদ হেলাল

শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়ন কৃষকলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে অত্র ইউনিয়নের রাধানগর মহিলা মাদ্রাসা মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। ইফনুস আলীর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি আলমগীর বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারি পলাশ, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, লতিফুল বারি দুলু, ইয়াছিন আলী দেওয়ান, আসাদুজ্জামান লিটন, আব্দুস সাত্তার, আব্দুল লতিফ, রাকিবুল ইসলাম রঞ্জু এবং তাজনুর রহমান প্রমুখ সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শফিক।