শিবগঞ্জে খাস জমি নিয়ে বিরোধ বসত বাড়িতে হামলা ৭ মাসের গাবকৃত গাভীকে মারপিট

117

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জের পল্লীতে ২৫ শতক খাস জমি দখল নিয়ে বিরোধ, ৭ মাসের গাভকৃত গাভীর পেটে লাথি-গুড়ি মারায় মৃত বাছুর প্রসব, তদন্ত কেন্দ্রে অভিযোগ।

জানা যায়, উপজেলার মোকামতলা ইউনিয়ন জাবারিপুর কোলাপাড়া গ্রামের হাসেন প্রাং এর ছেলে কৃষক সোহেল রানা’র সাথে একই গ্রামের শফিকুল ইসলাম এর সঙ্গে দীর্ঘদিন যাবৎ বাড়ির পার্শ্বে ২৫ শতক খাস জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সন্ধ্যায় শফিকুল তার দলবল নিয়ে তাদের বাড়িতে হানা দেয়। বাড়িতে কেহ না থাকায় হামলাকারীরা বাড়ির আঙ্গীনায় বাঁধা থাকা ৭ মাসের গাবকৃত গাভীকে লাথি-গুড়ি মারে আহত করে। গভীর রাতে উক্তগাভী একটি মৃত বাছুর প্রসব করে। এ ব্যাপারে কৃষক সোহেল রানা বলেন, আমার ৩টি গরুই সম্বল। অনেক কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে আসছি। কিন্তু প্রতিপক্ষরা খাস জমিকে কেন্দ্র করে আমাদের বাড়িতে হামলা চালায়। বাড়িতে কেহ না থাকায় তারা আমার গাবকৃত গরুকে মারপিট করে আহত করে। এ ব্যাপারে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ শাহীনুর ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ওই ওয়ার্ডের ইউপি সদস্য আবু হানি বলেন, শফিকুল কে বার বার ডাকা স্বত্বেও আমাদের কথায় কোন কর্ণপাত না করে সে সহ তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে।