ধুনটে জাতির পিতার সম্মান অম্লান রাখতে সরকারি কর্মকর্তাগণের র‍্যালী ও আলোচনা সভা1 মিনিটে পড়ুন

160

ধুনট (বগুড়া) প্রতিনিধি, মনিরুজ্জামান মনির,

বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন অায়োজিত বাংলাদেশর সকল থানায় একযোগে তারই ধারাবাহিকতায় জাতির পিতার সম্মান অম্লান রাখতে ধুনটে উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দর র্্যালী ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে । উপজেলা নির্বাহী অফিসার সঞ্জয় কুমার মহন্তের সভাপতিত্বে র্্যালী ও অালোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ছবি ও নিউজ সাংবাদিক মনিরুজ্জামান মনির,
তারিখ, ১২-১২-২০ ইং