বগুড়ার ধুনটে শীতার্ত অসহায় ৪০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ1 মিনিটে পড়ুন

100

আমিনুল ইসলাম শ্রাবণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ত্রান তহবিল হতে বগুড়ার ধুনট উপজেলার সদর ও চৌকিবাড়ি ইউনিয়নের  শীতার্ত অসহায় ৪০০ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রোববার বিকাল ৪টার দিকে ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত কম্বল বিতরণের উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসীন আলম, বাহাদুর আলী, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান,ইউপি চেয়ারম্যার লাল মিয়া, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান, জহুরুর ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, যুগ্ম সম্পাদক আল হেলাল, উপজেলা শ্রকিমলীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ ও ইউপি সদস্য নুরুন্নবী আকন্দ প্রমুখ।