শিবগঞ্জে প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের হুইল চেয়ার প্রদান2 মিনিটে পড়ুন

86

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে মহব্বত নন্দীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে শারিরীক প্রতিবন্ধী শিশু শিক্ষার্থীদের হুইল চেয়ার প্রদান করা হয়। রবিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টায় ওই বিদ্যালয়ের মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে হুইল চেয়ার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক।

জানা গেছে, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের মহব্বত নন্দীপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ে প্রায় ১’শ পঞ্চাশ জন বিভিন্নি প্রতিবন্ধী শিশু অধ্যায়ররত। এসব প্রতিবন্ধী শিশুদের মধ্যে একেবারে চলাফেরায় অক্ষম এমন তিন জন শিশুকে বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াদ হোসেনের নিজস্ব তহবিল হতে হুইল চেয়ার প্রদান করা হয়। পরে ১১৫ জন শিশু শিক্ষার্থীকে প্রতিবন্ধী স্মার্ট কার্ড প্রদান করা হয়েছে। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাবেক চেয়ারম্যান খন্দকার রমজান আলী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব মোর্সেদ হিরা, সহকারী শিক্ষক নুরুল ইসলাম, গোলাম রব্বানী, রেশমা বেগম, সজল ইসলাম, সবুজ প্রমুখ।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াদ হোসেন বলেন, আমরা প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করছি। আমাদের এধরনের প্রচেষ্টা অব্যহত থাকবে। তিনি সমাজের স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।