টানা ষষ্ঠ হার রাজশাহীর

106

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

প্রথম দুই ম্যাচে টানা জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে মিনিস্টার রাজশাহী। তবে এরপর টানা ৬ ম্যাচে হার দেখলো দলটি। অন্যদিকে নিজেদের দাপুটে নৈপুণ্য ধরে রেখেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। রাউন্ড রবিন পর্বে আট ম্যাচের সাতটিতে জয় পেলো অধিনায়ক মোহাম্মদ মিঠুনের দল। গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টিতে রাউন্ড রবিন পর্বে নিজেদের শেষ ম্যাচে রাজশাহীকে ৩৬ রানে হারায় চট্টগ্রাম। মিরপুর শেরেবাংরা মাঠে টসে হেরে ব্যাট করতে নেমে আসরের দ্বিতীয় সর্বোচ্চ জুটি গড়েন চট্টগ্রামের ওপেনার সৌম্য সরকার ও লিটন কুমার দাস। তাদের জুটিতে আসে ১২২ রান। লিটন ৫৫ করে আউট হন।

আসরে সৌম্য টানা দ্বিতীয় ফিফটি পান। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ৬৩ রানের ইনিংস। তাদের বিদায়ে দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ৩০ রান করেন শামসুর রহমান শুভ। শেষ পর্যন্ত চার উইকেটে ১৭৫ রান করে দলটি। জবাব দিতে নেমে রাজশাহী পড়ে ব্যাটিং বিপর্যয়ে। শেষ পর্যন্ত তাদের সংগ্রহ থামে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানে। দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন উইকেটকিপার-ব্যাটসম্যান নূরুল হাসান সোহান। চট্টগ্রামের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন স্পিনার নাহিদুল ইসলাম। ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকেই প্লে অফে খেলবে চট্টগ্রাম।