বগুড়ার সারিয়াকান্দিতে আরডিএ লিপ প্রকল্পের উদ্যোক্তা উন্নায়ন প্রশিক্ষণ কর্মশালা

291

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আরডিএ এর লিপ প্রকল্পের আওতায় গরু ছাগল মোটা তাজা করণ এবং উদ্যোক্তা উন্নায়নের লক্ষে ৫দিন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ১৩ই ডিসেম্বর ২০২০ রবিবার সকালে সারিয়াকান্দি উপজেলা সদরের দিঘলকান্দী এলাকায় এই কর্মশালার সুচনা হয়।

এতে উপস্থিত ছিলেন বগুড়া আর ডি এ এর উপ-পরিচালক মহিউদ্দিন, এ সময় তিনি চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক এই চলমান প্রকল্পের আওতাভুক্ত উপস্থি উদ্যোক্তা ও উপকার ভোগীদের মাঝে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন এই প্রকল্পের উপজেলা কো-অর্ডিনের রবিউল আলম, মাঠ সহকারী রুমন আহমেদ, এল এস পি হেলাল উদ্দিন, মাসুম আহমেদ প্রমুখ। উল্লেখ্য এই সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা এই প্রকল্পের আওতায় চর এলাকার মানুষের জীবন মান উন্ননের লক্ষে এলাকা ভিত্তিক সোলার চালিত পদ্ধতিতে নিরাপদ খাবার পানির ব্যাবস্থা এবং গরু ছাগল বিতরণ করাহয়,