বগুড়ায় করোনায় আক্রান্ত ১৩,সুস্থ ৩৫

123

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ১১৪টি নমুনার ফলাফলে নতুন করে ১৩জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১১দশমিক ৪০শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৩৫জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ১৩জনের মধ্যে সদরের ১২ এবং বাকি একজন শেরপুুুুুরের বাসিন্দা।
রোববার দুপুর একটার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ১২ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১০৮টি নমুনায় ১২জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৬টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ২০৮জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৩৪০জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৪জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৫৫জন।