মৌলবাদী চক্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে বগুড়া প্রেসক্লাবের মানববন্ধন

144

আবু সাঈদ হেলাল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বগুড়ায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। রবিবার সকালে বগুড়া প্রেসক্লাব ও বগুড়া সাংবাদিক ইউনিয়ন শহরের সাতমাথায় ঘন্টাব্যাপি এ মানববন্ধন করা হয়। এ সময় আয়োজিত সমাবেশে বক্তারা মৌলবাদী চক্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, আব্দুল মোত্তালিব মানিক, এস এম কাওছার, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জে এম রউফ, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এ এইচ এম আখতারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ঠান্ডা, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার মাসুদুর রহমান রানা, সমকাল ব্যুরো প্রধান মোহন আখন্দ, এটিএন নিউজ এর ব্যুরো প্রধান চপল সাহা, দৈনিক করতোয়ার স্টাফ রিপোর্টার হাফিজা সুলতানা বীনা প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ রেহমান।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা অর্থ হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হামলা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য্য ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে সারাদেশে সকল ভাস্কর্য্যরে নিরাপত্তার দাবী জানান।