শিবগঞ্জে ডিজিটাল বাংলাদেশ দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

205

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি ঃ ‘যদিও মানছি দুরত্ব, তবুও আছি সংযুক্ত’ এই প্রতিবাদ্যকে সামনে রেখে শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর সহযোগিতায় ১২ই ডিসেম্বর ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২০ পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা শহীদ হাফিজার রহমান মিলনায়তনে উপস্থিত বক্তৃতা ও চিত্রা অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর। অনুষ্ঠানে বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন উপজেলা প্রেগ্রাম অফিসার বেলাল হোসেন, সহকারী প্রোগ্রামার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর মোঃ মাহফুজুর রহমান, উপজেলা ইউ.ডি.এস এলজিডি আহসান হাবীব প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার শিবগঞ্জ সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, বিহার মোহাম্মাদ আলী মেমোরিয়াল স্কুল, মহাস্থান শাহ সুলতান বলখী মাদ্রাসা, শিবগঞ্জ ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। বিদ্যালয় গুলোর মধ্যে উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেন খন্দকার জারীন শোভা দশম শ্রেণী শিবগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়, দ্বিতীয় রাবেয়া আলম দশম শ্রেণী আমতলী মডেল স্কুল, তৃতীয় আসিফ ইকবাল দশম শ্রেণী সিহালী উচ্চ বিদ্যালয় এবং চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন সাজেদুর গলিব পঞ্চম শ্রেনী শিবগঞ্জ বানাইল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়, দ্বিতীয় সিরাজুম মনিরা পঞ্চম শ্রেণী শোলাগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, তৃতীয় রাফিয়া জান্নাত দ্বিতীয় শ্রেণী শিবগঞ্জ বানাইল সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়।