সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার সারিয়াকান্দিতে আরডিএ এর লিপ প্রকল্পের আওতায় গরু ছাগল মোটা তাজা করণ এবং উদ্যোক্তা উন্নায়নের লক্ষে ৫দিন কর্মশালা উদ্বোধন করা হয়েছে। ১৪ই ডিসেম্বর ২০২০ সোমবার বিকালে সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নিজ বরুরবাড়ী এলাকায় দিত্বীয় দিনের মতএই কর্মশালার অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন বগুড়া আর ডি এ এর পরিচালক (প্রশিক্ষন) সমীর কুমার সরকার, বগুড়া জেলা প্রানী সম্পদ কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা নুরে আলম সিদ্দিকী, চালুয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া, রিপন মাহমুদ, লিপ সোহানুর রহমান সোহাগ, রবিউল ইসলাম, আমিনুর ইসলাম প্রমুখ। এছাড়াও উদ্যোক্তা, সুবিধাভোগী সাংবাদিক এবং সূধীজন উপস্থিত ছিলেন।
সময় প্রকল্প পরিচালক সমীর কুমার সরকার বলেন চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন শীর্ষক এই চলমান প্রকল্পে মানুষের জীবনের মান উন্নিত করতে সহায়ক হয়েছে। এর আওতাভুক্ত উপকার ভোগীদের আমরা সকল প্রকার সহায়তা করে যাচ্ছি। এছাড়াও জেলা প্রানী সম্পদ কর্মকর্তা উদ্যোক্তাদের মাঝে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। উল্লেখ্য এই সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা এই প্রকল্পের আওতায় চর এলাকার মানুষের জীবন মান উন্ননের লক্ষে এলাকা ভিত্তিক সোলার চালিত পদ্ধতিতে নিরাপদ খাবার পানির ব্যাবস্থা এবং গরু ছাগল বিতরণ করাহয়,