বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত

180

শেরপুর(বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫টায় শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

শহরের স্থানীয় বাসস্ট্যাণ্ডে অবস্থিত উত্তরাপ্লাজা মার্কেটের দ্বিতীয়তলায় প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে সভায় বক্তব্য শেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর কাউন্সিলর নিমাই ঘোষ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকরাম হোসাইন, দপ্তর সম্পাদক আইয়ুব আলী, সাহিত্য সম্পাদক আব্দুল আলীম, নির্বাহী সদস্য শাহজামাল কামাল, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, আপেল মাহমুদ, অশোক কুমার প্রমুখ বক্তব্য রাখেন।

সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই এই গণহত্যা চালানো হয়।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বুদ্ধিজীবীদের হত্যার বিচার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।