বগুড়ায় নতুন করে আক্রান্ত ২৮,মৃত্যু ১

138

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০৯টি নমুনার ফলাফলে নতুন করে ২৮জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩দশমিক ৩৯শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২১জন। তবে করোনায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তির নাম আকবর আলী(৬২)। তিনি বগুড়া শহরের কলোনী এলাকার বাসিন্দা। রোববার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এছাড়া নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে সদর ২৫ এবং শাজাহানপুর, শেরপুর ও দুপচাঁচিয়ায় একজন করে।
সোমবার দুপুুর ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।
ডা. তুহিন জানান, ১৩ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯৮টি নমুনায় ২৫জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১১টি নমুনায় ৩জনের পজিটিভ এসেছে।
এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ২৩৭জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৩৬১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৫জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬১জন।