ইভিএমে ভোট গ্রহণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন ২৭ জানুয়ারি

161

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

চট্রগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন হতে যাচ্ছে আগামী ২৭ জানুয়ারি। চলতি বছরের ২৯ মার্চ এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু করোনাভাইরাসের কারণে এতো দিন নির্বাচন স্থগিত ছিলো। নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর আজ ভোটের এই নতুন তারিখ ঘোষণা করেন। তিনি বলেন, ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকক্ট্রনিক ভোটিং মেশিনে এই ভোটগ্রহণ হবে। যেহেতু আগে ঘোষিত তফসিল অনুযায়ী মনোয়ান জমা, বাছাই, প্রত্যাহারের সব প্রক্রিয়া শেষে প্রার্থী চূরান্ত হয়ে গিয়েছিল, সেই প্রার্থীরাই এ নির্বাচনে অংশ নেবেন।
এদিকে নির্ধারিত সময়ে ভোট করতে না পারায় অগাস্টের শুরুতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে প্রশাসক নিয়োগ দেয় সরকার। এখন ৫ ফেব্রুয়ারির মধ্যে এ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। স্থগিত হওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন।

এছাড়া সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরের ৫৫ পদে ২৬৯ প্রার্থী রয়েছেন ভোটে।