ধুনট প্রেসক্লাবের আয়োজনে বুদ্ধিজীবি দিবস পালিত

114

ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট প্রেসক্লাবের আয়োজনে শহীদ বুদ্ধিজীবিদের স্মরনে এক মিনিট নিরবতা পালন, মোমবাতি প্রজ্বলন, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে উক্ত দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান। ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টিআইএম নুরুন্নবী তারিক, উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, মুক্তিযোদ্ধা এসএস ফেরদৌস আলম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, ধুনট প্রেসক্লাবের সহসভাপতি কলামিষ্ট রেজাউল হক মিন্টু, সদস্য মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানী পোদ্দার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হাসানুল হাছিব, উপজেলা প্রাণী সম্পাদক কর্মকর্তা ডা: সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল কাফী, উপজেলা কৃষি কর্মকর্তা মশিদুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফ আলী, ইউপি চেয়ারম্যা লাল মিয়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম, সাংবাদিক অপূর্ণ রুবেল, বাবুল ইসলাম, ইমদাদুল হক ইমরান, জাহিদুল ইসলাম জাহিদ, আবু সুফিয়ান, জহুরুল মল্লিক, ফজলে রাব্বী মানু, আতিকুর রহমান, তরিকুল ইসলাম ও আব্দুল হামিদ।