বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

105

প্রেস বিজ্ঞপ্তি

সোমবার সকালে পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গনে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রতিষ্ঠান মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। উক্ত আলোচনা সভায় বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসের গুরুত্ব ও মাহাত্ম নিয়ে আলোচনা করেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন, কামরুন নাহার, আশিষ কুমার সরকার, রবিউল করিম, ফুলবর রহমান, শরমিলা আকতার প্রমুখ। এই আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা। পরিশেষে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খন্দকার মাহমুদুল হাসান। সমগ্র আয়োজনে সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল করিম। আলোচনা সভায় সভাপতি মহোদয় তার বক্তব্যে জাতির মহান কারিগরদের বর্বরোচিত হত্যার প্রতিবাদ করেন।