বগুড়া সদর উপজেলায় কৃষি আবহাওয়া তথ্য সেবা বিষয়ক কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত

164

স্টাফ রিপোর্টার ঃ উপজেলা কৃষি অফিসারের কার্যালয় বগুড়া সদর উপজেলার আয়োজনে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় দিন ব্যাপি কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ড. শাহ কামাল খান, প্রকল্প পরিচালক, কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। এ ছাড়া প্রশিক্ষন পরিচালনা করেন জেলা প্রশিক্ষণ অফিসার রাহেলা পারভিন, সহকারী আওহাওয়াবিদ অধিদপ্তরের সজিব হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার এনামুল হক। উক্ত প্রশিক্ষনে উপজেলার ১২ টি ইউনিয়নের ৩০ জন কৃষক/কৃষানী অংশগ্রহন করেন। প্রশিক্ষনে কৃষি আবহাওয়ার পুর্বাভাস, কৃষি আবহাওয়া ভিত্তিক ফসল ও শস্য উৎপাদন পরিকল্পনা, কীটপতঙ্গ ও রোগবালাই ব্যবস্থাপনায় আবহাওয়া ভিত্তিক পূর্বাভাস সম্পর্কে প্রশিক্ষন প্রদান করা হয়। এ ছাড়াও কিওস্ক ব্যবহারের মাধ্যমে এবং মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে কৃষি আবহাওয়ার সেবা পাওয়া যায় তা হাতে কলমে শেখানো হয়। প্রশিক্ষনে বক্তারা আরও উল্লেখ করেন যে ইউনিয়ন পরিষদে কৃষি আবহাওয়া তথ্য বোর্ড এবং রেইন গজ মেশিনের মাধ্যমে সেবা পরামর্শ নিতে পারবেন। আরও তথ্যের জন্য উপজেলা কৃষি অফিস বা নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে।