বঙ্গোপসাগরে টেকনাফ থেকে সেন্টমার্টিন পর্যন্ত বাংলা চ্যানেল সাঁতার প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী বগুড়ার কৃতি সন্তান রাব্বী রহমানকে সংবর্ধনা প্রদান করেছেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক গোলাম মোঃ সিরাজ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মঙ্গলবার বিকেলে এমপি সিরাজ তাঁর শহরের সূত্রাপুরস্থ আবাসিক কার্যালয়ে তাঁর পিতার নামে প্রতিষ্ঠিত গোলাম রব্বানী ফাউন্ডেশনের পক্ষ থেকে সাঁতারু রাব্বীর সারাজীবনের পড়াশোনার ব্যয় বহনের ঘোষনা দেন এবং রাব্বীর হাতে পড়াশোনার মাসিক খরচের টাকা তুলে দিয়ে ফুলেল শুভেচ্ছা জানান। এ ছাড়া এমপি সিরাজ রাব্বীর বিনা ভাড়ায় গাড়ী যাতায়াতের ঘোষনা দেন। তিনি এসময় তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন। একই সময় বগুড়া শহরের মফিজ পাগলার মোড়স্থ ইসলামী হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুর রহমান জুয়েল তার হাসপাতালে রাব্বীর ফ্রি চিকিৎসার ঘোষনা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম অহবায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম ও ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, অলী আজগর তালুকদার হেনা, এম আর ইসলাম স্বাধীন, হামিদুল হক চৌধুরী হিরু, তাহা উদ্দিন নাহিন,সহিদ উন নবী সালাম, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাবেক সাধারন সম্পাদক আমিনুল হক দেওয়ান সজল, রাব্বীর পিতা সাঁতার প্রশিক্ষক আলালুর রহমান তিব্বত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এ বি এম মাজেদুর রহমান জুয়েল, বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান প্রমুখ।