বেসরকারি স্কুল-কলেজে শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা

167

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

দেশের বেসরকারি স্কুল-কলেজগুলোতে শিক্ষক নিয়োগের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। শিক্ষকদের করা এক আবেদনের শুনানিতে আজ মঙ্গলবার এ আদেশ দেন হাইকোর্টের বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন সময় পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছেন রিটকারী পক্ষের আইনজীবী মো. সিদ্দিক উল্লাহ্মিয়া। আজ আদালতে আবেদনের পক্ষে শুনানিতে তার সঙ্গে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এই আদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) দেয়া হয়েছে।