বগুড়া এক্সপ্রেস ডেস্ক
ইনিংসের ১৭তম ওভার, ঢাকার জয় পরাজয় তখন নিক্তিপাল্লায় ঝুলছে। সেই সময় বাঁহাতি পেসার শফিকুল ইসলামকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দেন আফিফ হোসেন। দলের অধিনায়ক ও উইকেট রক্ষক মুশফিকুর রহীম বল লুফে নিতে ছুটতে শুরু করেন। তখন শর্ট ফাইন লেগ থেকে ফিল্ডার নাসুম আহমেদও ছুটতে থাকেন। কিন্তু তার আগে মুশফিক বল লুফে নেন। তবে পিছন থেকে ছুটে আসা নাসুমের সঙ্গে ধাক্কা লাগতে লাগতে রক্ষা পান ক্যাচ লুফে নেয়া ঢাকার অধিনায়ক। যদি ধাক্কা লেগে যেতো হয়তো ক্যাচটি পড়ে যেতো। এতেই ক্ষিপ্ত হয়ে নাসুমের দিকে তেড়ে যান মুশফিক।
হাত তুলে মারতে উদ্যত হন। এমন ঘটনা তিনি আরো একবার ঘটান ১৩তম ওভারে। স্পিনার নাসুমের বল শর্ট মিড উইকেটে ঠেলেই দ্রুত এক রান নেন আফিফ হোসেন। বোলার ও কিপার, দুজনই ছুটে যান বল ধরতে। মুশফিক আগে পৌঁছে বল ধরেই হাত বাড়িয়ে মারের ভঙ্গি করেন নাসুমের দিকে। দূর থেকে তার হাতের ইশারা দেখে বোঝা যাচ্ছিল, বোলারকে তিনি বলছিলেন স্টাম্পের পেছনে থাকতে। যদিও বল গিয়েছিল ফাঁকা জায়গায়, যেখানে বোলারের ছুটে যাওয়া ছিল খুবই স্বাভাবিক। আর অধিনায়ক হিসেবে তিনি রাগ করতে পারেন সতীর্থের ভুলে। তাই বলে গায়ে হাত তুলতে চাইবেন! মুশফিকের এমন আচরণে সমালোচনার ঝড় উঠেছে সব সামাজিক যোগাযোগমাধ্যমে। যদিও ম্যাচে জয় নিয়ে সংবাদ সম্মেলনে এসে এমন ঘটনার বিষয় এড়িয়ে যান মুশফিকুর রহীম। নাসুম প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু ঠিক আছে। জয়ের মধ্যে থাকলেও ব্যক্তি ও দল হিসেবে আমাদের উন্নতির জায়গা আছে আরও। আগামীকাল (আজ) আরেকটা ম্যাচ আছে, আশা করি জিতবো, দেখা যাক। আশা করি দল হিসেবে খেলতে পারবো।’
হ্যাঁ, স্পষ্টভাবেই মাঠে এমন অভদ্র আচরণের কথা এড়িয়ে যান মুশফিক। তরুণ স্পিনার নাসুমের সঙ্গে দেশের অভিজ্ঞ ক্রিকেটারের এমন আচরণ কোনভাবেই মেনে নিতে পারছেন না ভক্তরাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিকেটপ্রেমীরা মুশফিককে স্মরণ করিয়ে দিয়েছেন বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তার সেই ক্যাচ মিসের ঘটনা। যেটি হলে দল সেই ম্যাচে জয় পেতে পারতো। এক ক্রিকেটভক্ত ক্ষোভ প্রকাশ করে লিখেছেন- ‘আপনি (মুশফিক) ভুলে গেছেন বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই ক্যাচ মিস করার ঘটনা। তখন অধিনায়ককেও আপনার সঙ্গে এমন করা উচিত ছিল।’ এমন অনেকেই ছবি ও স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।
আমাদের লক্ষ্য ছিল তামিমকে দ্রুত ফেরানো কারণ তাদের মিডল অর্ডার অনভিজ্ঞ ছিল। আমি মনে করি রাব্বি দারুণ ব্যাট করেছে, আকবর ছোট্ট একটা ক্যামিও দেখিয়েছে, আর জয়ের জন্য আমাদের বোলারদেরও কৃতিত্ব দিতে হয়।’ গতকাল মাঠে ঢাকা দলের ফিল্ডিং ছিল বেশ ঢিলেঢালা। বেশ কয়েকটি মিস ফিল্ডিং দলের জয়কে শঙ্কায় ফেলে দিয়েছিল। তাই ফিল্ডিং নিয়ে হতাশ অধিনায়ক। মুশফিক বলেন, ‘আমি সত্যিই হতাশ ফিল্ডিং নিয়ে। কিন্তু এটা খেলারই অংশ। কিন্তু বোলাররা এই ছোট লক্ষ্য ডিফেন্ড করতে গিয়ে সবসময়ই সুযোগ তৈরি করেছে এটা ইতিবাচক দিক। আমাদের ভালো আত্মবিশ্বাস আছে আগামীকালকের (আজ) ম্যাচের জন্য। আশা করি আমরা ভালো কিছু প্ল্যান নিয়ে এগোবো যা মাঠেও প্রয়োগ করতে পারবো প্রথম ৬ ওভারে।’