সকল ভেদাভেদ ভুলে দলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে–রিপু

188

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু এর মাঝে মৌলবাদ ও সাম্প্রদায়িকতার শক্তি গজে উঠার চেষ্টা করলে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় প্রশাসন তা কঠোর হস্তে দমন করতে সক্ষম হচ্ছেন। কিন্তু এই অপশক্তি সুযোগ পেলেই দেশ ও জনগণের ক্ষতি করতে কুণ্ঠাবোধ করবে না। তাই আওয়ামীলীগের তৃণমুল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশ ও দলের জন্য ঐক্যবদ্ধ হতে হবে। ১৫ডিসেম্বর মঙ্গলবার সকালে দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের ১,২ ও ৩নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এ কথাগুলো বলেন। পৌর আ‘লীগের ২নং ওয়ার্ডের সভাপতি কামরুল হাসান লিটনের সভাপতিত্বে ও পৌর আ‘লীগের সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদার এর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ‘লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী হিরো, সদস্য আনোয়ার হোসেন, আবু সাঈদ ফকির, উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, সহসভাপতি আমিনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল হোসেন মহলদার, এনামুল হক রানা, সাবেক সভাপতি জলিলুর রহমান মল্লিক, সাবেক সাধারণ সম্পাদক এসএম কায়কোবাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর আ‘লীগের সহসভাপতি নাজমুল হক, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান সজল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল মাহমুদ সূজা প্রমুখ। দ্বিতীয় পর্বে পৌর আ‘লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান মহলদারের পরিচালনায় কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে পৌরসভার ১নং ওয়ার্ডে আবু বক্কর সিদ্দিককে সভাপতি ও হোসেন মন্ডলকে সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ডে কামরুল হাসান লিটনকে সভাপতি ও মনোয়ার হোসেন সাহানকে সাধারণ সম্পাদক এবং ৩নং ওয়ার্ডে খলিলুর রহমানকে সভাপতি ও নিলু সরদারকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৩টি ওয়ার্ডে পৃথক পৃথকভাবে ৫১সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়।