বগুড়ায় করোনায় আক্রান্ত ৩৩,সুস্থ ২৬

172

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২০২টি নমুনার ফলাফলে নতুন করে ৩৩জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৬দশমিক ৩৩শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৬জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৩৩জনের মধ্যে সদরের ৩০ এবং আদমদিঘী,  সারিয়াকান্দি ও শাজাহানপুুুরে একজন করে।

সোমবার  সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান,  ১৪ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৯১টি নমুনায় ২৭জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ১১টি নমুনায় ৬জনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ২৭০জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৩৮৭জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৫জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬৮জন।