লন্ডন শহরে বুধবার মধ্যরাত থেকে সর্ব্বোচ্চ স্তর টিয়ার থ্রি আরোপ

110

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বৃটেনের লন্ডন শহরে কোভিড-১৯ এ সংক্রমণের হার বেড়ে যাওয়ায় বুধবার মধ্যরাত থেকে সর্ব্বোচ্চ স্তর টিয়ার থ্রি বিধিনিষেধের আওতায় চলে যাবে। একই সাথে বিধিনিষেধের আওতায় পড়তে যাচ্ছে এসেক্স ও হার্টফোর্ডশায়ারেও। লকডাউন থেকে বেরিয়ে আসার এক সপ্তাহের মাথায় সংক্রমণের হার ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় এই বিধিনিষেধ জারি’র ঘোষণা দেন দেশটির স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক। তিনি বলেন, সংক্রমণের হার থামিয়ে দিতে দ্রুত পদক্ষেপের অংশ হিসাবে বুধাবার রাত ১২টা ১ মিনিট থেকে টিয়ার থ্রি বিধিনিষেধ আরোপ করা হয়।

টিয়ার-৩ বিধিনিষেধের নিয়মের মধ্যে রয়েছে ক্যাফে,পাব-রেস্তোঁরার ইন সার্ভিস বন্ধ থাকবে।পরিবারের সদস্য নয় এমন ৬ ব্যক্তি ঘরে এবং গার্ডেনে ছাড়াও আটডোরের ভেন্যুতে মিলিত হতে পারবেন না। তবে পার্কসহ বড় খোলা যায়গায় মিলিত হতে পারবেন। এছাড়া জিম, সেলুন, দোকান-পাট খোলা রাখাসহ টেইকওয়ে সার্ভিস দেয়া যাবে। এই পদক্ষেপের ফলে বুধবার থেকে রাজধানী ও আশাপাশের কয়েক হাজার ক্যাফে, পাব ও রেস্তোঁরা ইন সার্ভিস বন্ধ হয়ে যাবে বা একেবারে বন্ধ হয়ে যাবে। ক্রিসমাসের সময় টিয়ার-৩ বিধিনিষেধের কারণে ব্যবসায়ী ও স্টাফরা দুচিন্তায় পড়েছেন।

এদিকে, ফাইজার ও বায়োএনটেক এর ২৫০,০০০ নতুন করোনা ভাইরাস ভ্যাকসিন আজ (মঙ্গলবার) থেকে শুরু হওয়ার কথা রয়েছে।

সোমবার দেশটিতে করোনা ভাইরাসে ২০,২৬৩ জন আক্রান্ত হয়েছেন এবং ২৩২ জনের মৃত্যু হয়েছে।