সতীর্থকে মারতে উদ্যত হওয়ায় মুশফিকের জরিমানা

152

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সোমবারের ম্যাচে সতীর্থ খেলোয়াড়কে মারতে উদ্যত হওয়ায় জরিমানা করা হয়েছে মুশফিকুর রহিমকে। তার এমন আচরণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, মুশফিক ‘কোড অব কন্ডাক্ট’ ভঙ্গ করেছেন। এটি ‘লেভেল-১’ পর্যায়ের অপরাধ। এ ধরনের অপরাধে আনুষ্ঠানিক সতর্কতা থেকে শুরু করে ম্যাচ ফির ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা হয়ে থাকে। এ কারণে তার আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করেছে ক্রিকেট বোর্ড।

মুশফিকুর রহিমের বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের রিপোর্ট করেছেন অনফিল্ড আম্পায়ার গাজী সোহেল, মাহফুজুর রহমান, তৃতীয় আম্পায়ার মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার মুজাহিদুজ্জামান। মুশফিকের শাস্তি ঘোষণা করেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।