ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়ন যুবলীগের উদ্যোগে বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি সম্মান জানিয়ে ১৬ডিসেম্বর সকালে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য মশিউর রহমান, উপজেলা যুবলীগের সদস্য ও বুড়িগঞ্জ ইউনিয়ন যুবলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম তৌহিদ, রাশেদুজ্জামান বাবু, খায়রুল ইসলাম, আলী হাসান, মুনছুর রহমান, আব্দুর রাজ্জাক শাফিকুল, মিজানুর রহমান দুলু, আমিনুর প্রমূখ।