মাঝিহট্টের খেউনী বিন্যাচাপড় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

170

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের খেউনি বিন্যাচাপড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। জানা যায়, ১৬ ডিসেম্ব সকালে খেউনী বিন্যাচাপড় যুব সমাজের উদ্যোগে মাঝিহট্ট ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি জামিরুল ইসলাম ও গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাজিয়া সুলতানার অর্থায়নে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ- ২০২০ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবেদ আলী ও সহ-সভাপতিত্ব করেন আজাহার আলী সরদার। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জজকোর্ট এর এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন বাদশা মন্ডল।