আদমদীঘিতে বিজয় দিবস উদযাপন

125

আদমদীঘি উপজেলা (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদ্বয়ের সাথে-সাথে তোপধ্বনীর মাধ্যমে দিবসটির সূচনা ঘোষনা করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর মূর‌্যাল ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

বুধবার সকাল ৮ টায় পতাকা উত্তোলন ও জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা মুক্তিযুদ্ধর চেতনা ধারণ ও ডিজিটার প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার শীর্ষক এক আলোচনা সভা উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর আলমের সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবা হক, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা; শহীদুল্লাহ দেওয়ান, জেলা পরিষদ সদস্য মনজু আলা বেগম, ওসি জালাল উদ্দীন ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম। বাদজোহর মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।