বগুড়ায় করোনায় শনাক্ত ৪০,সুস্থ ৪২

169

স্টাফ রিপোর্টার

বগুড়ায় গত ২৪ ঘন্টায় ২৮৯টি নমুনার ফলাফলে নতুন করে ৪০জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১৩দশমিক ৮৪শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ৪২জন। তবে করোনায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি। নতুন আক্রান্ত ৪০জনের মধ্যে সদরের ৩৯ এবং বাকি একজন আদমদিঘীর।

মঙ্গলবার  সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান,  ১৫ ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ২৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮৭টি নমুনায় ৩৯জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ২টি নমুনায় একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৩১০জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৪২৯জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে কোন মৃত্যু না হওয়ায় মোট মৃত্যু ২১৫জনেই অপরিবর্তিত রয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬৬জন।