টিটু সভাপতি, করিম সম্পাদক

গাবতলীতে নেপালতলী ইউনিয়ন আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত

177

সাব্বির হাসানঃবগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার নেপালতলী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহবায়ক বদিউজ্জামান বদির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি টিএম মুসা পেস্তা। সম্মেলনটি উদ্বোধন করেন উপজেলা আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ সালাম ভূলন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মিলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন, জেলা আ’লীগের সদস্য ইমরান হোসেন রিবন, এ্যাডঃ নাফরু, রোমানা আজিজ রিংকি, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারী মিন্টু এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) নুরেজ্জামান সিদ্দিকী। আরো বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মুঞ্জু এবং জেলা ছাত্রলীগের সদস্য মামুনুর রশিদ রয়েল। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক আঃ গফুর, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জুয়েল, মহিলানেত্রী রেকসেনা আক্তার, নাজমা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ফারুক আহম্মেদ, সাধারণ সম্পাদক সাকিল ইসলাম বুলেট, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ফোরকান আলী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জিহাদ আল হাসান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিল্টন হোসাইন, আ’লীগ নেতা টিটু কাজী, সোলায়মান আলী, খায়রুল ইসলাম, আতাউর রহমান রাঙ্গা, আঃ করিম উপজেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান পান্না প্রমুখ। সম্মেলনে আনোয়ারুল ইসলাম টিটু কাজীকে সভাপতি এবং আব্দুল করিমকে সাধারণ সম্পাদক করে ৬৫সদস্য বিশিষ্ট নেপালতলী ইউনিয়ন আ’লীগের কমিটি গঠন করা হয়।