প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের ভগ্নিপতি অরবিন্দু কুমার কুন্ডু চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ১১টায় ইহলোক ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৫৮ বছর। তিনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে এক কন্যা, স্ত্রীসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার সৎকার রাত ৮টায় মালতীনগর মহাশ্মশানে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে এক যুক্ত বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল, বগুড়া জেলা যুবলীগের সাবেক সভাপতি মুন্জুরুল আলম মোহন, সাবেক সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলুসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।