বুড়িগঞ্জ বালুচড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ক্রিড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরণ

192

ইমরানুল হকঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বালুচড়া যুব সমাজের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকালে ক্রীড়া প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বালুকচড়া গ্রামের কৃতিসন্তান রুবেল হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য শেষে পুরষ্কার বিতরণ করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মতিন আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশরাফুল ইসলাম। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ টুকু, সম্ভাব্য বুড়িগঞ্জ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী এম এম তৌহিদ হোসেন, রাশেদুজ্জামান বাবু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাফফর হোসেন খাঁন। এছাড়া উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলী হাসান, খাইরুল ইসলাম, সুলতান, মিজানুর রহমান দুলু, আজিজুল হক ও আব্দুর রাজ্জাক, আমিনুর সহ অনেকে।