যথা সময়ে হবে সৌদি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা

162

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

করোনার কারণে বন্ধ হচ্ছে না সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। প্রতি বছরের ন্যায় এবারও বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

সৌদি বাদশাহ এবং হারামাইন শারিফাইনের খাদেম সালমান বিন আব্দুল আজিজ এর অনুমোদন দিয়েছেন।

এতে পবিত্র কোরআন মুখস্থ, তেলাওয়াত ও ব্যাখ্যার জন্য বিজয়ীদের পুরস্কার দেয়া হবে। প্রতিযোগিতা হবে রমজান মাসে। এর দায়িত্বে থাকবেন দেশটির ইসলাম বিষয়, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী।

আরব নিউজ জানিয়েছে, অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় বিজয়ীদের মোট ৩২ লাখ ৩৪ হাজার রিয়াল পুরস্কার দেয়া হবে।

সৌদির ইসলামিক বিষয়, দাওয়াহ ও গাইডেন্স মন্ত্রী শেখ ডা. আবদুল লতিফ আল-শেখ বলেন, সৌদি সরকার সর্বদা কোরআন মুখস্থ এবং কোরআন তেলাওয়াত, তাফসির এবং এর জ্ঞান প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব ও অগ্রাধিকার দিয়েছে।

গত ২০ বছর ধরে কোরআন প্রতিযোগিতা চলছে উল্লেখ করে তিনি বলেন, এর কারণে সৌদি নাগরিকদের অন্তরে কোরআনের প্রতি আরো ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে।

কোরআন হদর তথা তিলাওয়াত প্রতিযোগিতায় প্রথম স্থানের বিজয়ীকে, ২ লাখ রিয়াল। দ্বিতীয় স্থানের বিজয়ীকে ১ লাখ ৮৫ হাজার রিয়াল এবং তৃতীয় স্থানের বিজয়ীকে ১ লাখ৭০ হাজার রিয়াল নগদ পুরষ্কার দেয়া হবে।