শাজাহানপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

156

শাজাহানপুর(বগুড়া)প্রতিনিধিঃ যথাযোগ্য মর্যাদায় বগুড়া শাজাহানপুরে বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিনটিকে ঘিরে ব্যপক কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলার বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন গুলো পৃথক ভাবে দিনটি উদযাপন করেছেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে বিজয় দিবসের ভোরে শহীদ মিনারে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূস্পস্তবক অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা, বিভিন্ন স্কুলে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। অনুষ্ঠান গুলোতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশিক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজতআরা মীরা, থানার পরিদর্শক(সার্বিক) আজিম উদ্দীন প্রমূখ।