ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতি অনুকম্পার কোনো সুযোগ নেই-ববি

107

=============
এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টার ॥- ধর্মান্ধ উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রতি অনুকম্পার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করে বগুড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বগুড়া চেম্বার অব কমাসের পরিচালক, আসন্ন বগুড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়রপ্রার্থী আলহাজ্ব আবু ওবায়দুল হাসান ববি বলেছেন, বিজয়ের এই দিনে দীপ্ত শপথ হোক মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে রাজাকারমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করার। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে তারা বাংলাদেশের স্বাধীনতার অস্তিত্ব ও সংবিধানের উপর আঘাত করে। স্বাধীনতার সার্বভৌমত্বের উপর যারা আঘাত করে, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে না, তাদের এ দেশে থাকবার কোন অধিকার নেই। ৭৫ পরবর্তীতে যাদের পুনর্বাসন দিয়ে জিয়াউর রহমান বাংলার মাটিকে কলঙ্কিত করেছিল আজ সেই কলঙ্কমুক্তির একটি সুযোগ এসেছে। সকল দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তি উগ্র সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করবে।
১৬ ডিসেম্বর বুধবার বিকালে বগুড়া পৌরসভার ১৬ নং ওয়াডের নিশিন্দারা উত্তর পাড়া গ্রামে বগুড়া কমিউনিটি ভলান্টিয়ার অগ্যানাইজেশনের আয়োজনে “মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বিনামূল্যে মাস্কৃ ও অগ্নি নিবাপক সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি শফিকুল ইসলাম বিদ্যুৎ এর সভাপতিত্বে বিপ্লব আকন্দের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপশহর পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ নান্নু খান,কাউন্সিলর প্রাথী আমিন আল মেহেদী বগুড়া পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম অরুণ, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক আওয়ামী লীগ নেতা আবু সাইদ সরদার পাপ্পু,মহিলা কাউন্সিলর প্রাথী মুক্তি বেগম ১৬নং ওয়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমূখ।