প্রথমবার অ্যাপে শাকিবের সিনেমা

118

বগুড়া এক্সপ্রেস ডেস্ক

প্রথমবারের মতো অ্যাপে মুক্তি পেলো শাকিব খানের সিনেমা। গতকাল মহান বিজয় দিবসে রাত ৮টায় আই থিয়েটারে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘নবাব এলএলবি’ ছবিটি। এতে তার সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া। এতে আরো অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রাশেদ মামুন অপু, আনোয়ার প্রমুখ। এটি পরিচালনা করেছেন অনন্য মামুন। এই ছবির মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম কোনো বাণিজ্যিক ছবি অ্যাপে মুক্তি পেলো। শাকিব খান বলেন, নবাব এলএলবি গল্প প্রধান ছবি। বর্তমানে যখন খুব ভয়ঙ্করভাবে নারী নির্যাতন আর ধর্ষণ বেড়েছে তখন এই ছবিটা মুক্তি পাচ্ছে।

নারীর প্রতি অসম্মানের প্রতিবাদেই এই ছবিতে অভিনয় করেছি। আমাদের সমাজে অনেক মেয়ে অত্যাচারিত হওয়ার পরও ভয়ে মুখ ফুটে নির্যাতনের কথা বলতে পারেন না। আশা করি, এই ছবিটি সেইসব নারীদের সাহস যোগাবে। সময়ের প্রতিবাদ হলো এই ছবিটা। এ ছাড়া অ্যাপে এই ছবির মধ্য দিয়ে বিনোদনে নতুন মাত্রা যোগ করবে। সিনেমা হলে শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবিটি। এটি গেল ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পায়। লকডাউন পরবর্তী ‘নবাব এলএলবি’- ছবির মধ্য দিয়ে শুটিংয়ে ফেরেন তিনি।i