বগুড়ায় করোনায় নতুন শনাক্ত ২৪,মৃত্যু ২

109

স্টাফ রিপোর্টার

বগুড়ায়  গত ২৪ ঘন্টায় ১৯৬টি নমুনার ফলাফলে নতুন করে ২৪জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ১২দশমিক ২৪শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২০জন। তবে করোনায় নতুন করে দুইজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তিরা হলেন-  বিপন কুমার(৩৪) এবং আব্দুর রশিদ(৭৯)। এরা দুইজনই সদর উপজেলার বাসিন্দা। তারা বুুুধবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়  মারা যান।

এছাড়া নতুন আক্রান্ত ২৪ জনের সবাই সদরের  বাসিন্দা

বৃহস্পতিবার দুপুুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ১৬ডিসেম্বর, জেলায় দুইটি পিসিআর ল্যাবে মোট ১৯৬টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ১৮৮টি নমুনায় ২৩জন এবং টিএমএসএস মেডিকেল কলেজে ৮টি নমুনায়  একজনের পজিটিভ এসেছে।

এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ৯হাজার ৩৩৪জন এবং সুস্থতার সংখ্যা ৮হাজার ৪৫৫জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে দুুইজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২১৭জনে দাঁড়িয়েছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৬৬২জন।