বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মহান বিজয় দিবস পালিত

114

আবু সাঈদ হেলাল

গত ১৬ ডিসেম্বর, ২০২০ বুধবার বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে মহান বিজয় দিবস পালিত হয়। প্রথম প্রহরে শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পনের মাধ্য আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে প্রতিষ্ঠান মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে এক আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের আবত্মত্যাগের মহিমা ও মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বক্তারা আলোচনা করেন।
সিনিয়র শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু। তিনি তাঁর সভাপতির বক্তব্যে দেশের সূর্যসন্তানদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি দেশের সকল মানুষকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সোনার বাংলা গড়ার স্বপ্নকে ত্বরান্বিত করার আহŸান জানান। সেই সঙ্গে বঙ্গবন্ধুর যেসব খুনীরা আজও মুক্তিযোদ্ধার তালিকায় বহাল আছে তাদের দ্রæত সেই তালিকা থেকে বাদ দেবার দাবি জানান।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক ইয়াছমিন সুলতানা, শহিদুল ইসলাম, আঞ্জুয়ারা খাতুন, কামরুন নাহার, নাছিমা খাতুন, ফেরদৌস আলম, মোঃ আল আমিন, শামীমা সুলতানা, ওয়ায়েছ কুরুনী মুন প্রমুখ। এই আলোচনা সভা শেষে বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মোস্তাকিম হোসাইন।