শিক্ষায় মনোনিবেশ করি মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার চর্চা করি …..সিরাত আকন্দ ছনি

212

এস এম সালমান হৃদয় স্টাফ রিপোর্টারঃ শিক্ষায় মনোনিবেশ করি, মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার চর্চা করি। খেলাধুলায় পারে মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে। খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী হতে হবে। শিক্ষিত সমাজ গড়তে পড়াশোনার কোনো বিকল্প নাই। তিনি মহান বিজয় দিবসে সকল শহীদদের প্রতি গভীর বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানাই। ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা। স্বাধীনতা অর্জন করা যেমন কঠিন, তেমন রক্ষা করাও কঠিন উপরোক্ত কথাগুলা বলেন বগুড়া শহর স্বেচ্ছা সেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া স্বণ শিল্পী শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক সিরাত আকন্দ ছনি।

বুধবার ১৬ডিসেম্বর বিকালে বগুড়ার পশ্চিম পালশা তরুণ যুব সমাজের উদ্দ্যোগে মুজিববষ ও মহান বিজয় দিবস উপলহ্মে ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বেচ্চা সেবক লীগ নেতা আতোয়ার আকন্দ,ওমর ফারুক বিশিষ্ট ব্যবসায়ী তাজমিলুর রহমান সৈকত ইসলাম রবিউল ইসলাম প্রমূখ।